Samsung Galaxy A71 এসে গেল 64MP ক্যামেরা সহ

Samsung Galaxy A71 এসে গেল 64MP ক্যামেরা সহ

হাইলাইট

  • এই ফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
  • ডিসেম্বরে ভিয়েতনামে এই ফোন লঞ্চ হয়েছিল
  •  এই ফোনে ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ

Samsung Galaxy A71,mobile phones
Samsung Galaxy A71

ভারতে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Samsung। বুধবার লঞ্চ হয়েছে Samsung Galaxy A71। এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, Snapdragon 730 চিপসেট, 4,500 mAh ব্যাটারি ও 25W ফাস্ট চার্জ সাপোর্ট। ভারতে Vivo V17 Pro, Oppo Reno, Redmi K20 Pro ও OnePlus 7 -এর সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung Galaxy A71।

Samsung Galaxy A71 -এর দাম

Samsung Galaxy A71 -এর দাম 29,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। 24 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু করবে Samsung।

Samsung Galaxy A71 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A71 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI 2.0 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি Super AMOLED হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোলের গ্লোবাল ভেরিয়েন্টে থাকবে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Samsung Galaxy A71 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A71 ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy A71 ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।
শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই ফোনে বিশেষ ফিচার যোগ করেছে Samsung। বিভিন্ন প্রাদেশিক ভাষায় টাইপ করার জন্য এই ফোনে একাধিক কি-বোর্ড থাকছে। এছাড়াও এক ট্যাপে স্ক্রিনশট নিয়ে তা শেয়ার করা যাবে।

Post a Comment

0 Comments